- 'তোমার মুখে দাড়ি নেই তোমার নামাজ কি কাজে লাগবে?'
- 'ফরজের খোজ নেই সুন্নত নিয়ে টানাটানি।'
- 'সারাদিন নামাজের খোজ নেই তোমার রোজা কি কাজে লাগবে?'
এধরণের কথাগুলো নিছক দোষ চাপানো (হোক না সে দোষী)। এবং একটা খারাপ কাজের দায়ে ভাল কাজেও নিরুৎসাহিত করার একটা উগ্র সিস্টেম।
বরং বিষয়গুলো এভাবে হওয়া উচিৎ ছিল-
- 'আশেকে রাসুলের ﷺ জন্য এ কাজটা(কোন বদ কাজ) মানানসই না।'
- 'মাশাআল্লাহ! কিছু কিছু আমল করছো, নামাজটাও আর ছেড় না। এটা কিন্তু আবশ্যক।'
অথচ, সেখানে দেখেছি একটা দোষে দোষী করে ভাল কাজ থেকেও বিরত রাখার একটা জঘন্য প্রচেষ্টা। এবং হলফ করে বলতে পারি এটা আওলিয়া কেরামের তরিকা না। সালফে সালেহীনের তরিকা না। নজদী, উগ্রবাদীদের তরিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন