সালাম একটি স্মার্ট সম্মোধন - ইসলামী তথ্যকোষ

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

demo-image

সালাম একটি স্মার্ট সম্মোধন

salam-bangla



এই তো কিছুদিন আগের কথা। স্বর্ণের পরিবর্তে ইমিটেশন ব্যবহার করাটা স্মার্টনেস হয়ে ওঠে। এখন আবার ফ্যাশন জুয়েলারিতে স্মার্টনেস মানছে। অথচ, স্বর্ণ আছে বহাল তবিয়তে। সে-তো জন্মসুত্রেই স্মার্ট।

আমরা স্মার্টনেসের একেক সময় একেক রূপ দিই। আমাদের চিন্তাধারা সময়ের সাথে পরিবর্তন হয়। ভিন্নতায় স্বাদ খুজি। ভিন্নতায় আনন্দ পাই। তাইতো বন্ধু মহলে দেখা হলে নিত্য-নূতন সম্মোধনের তুবড়ি। হাই, হেলো। কখনো আরে মাম্মা! কখনো হে ব্রো! বোকা(.?.) ! আরো কত কি। দুদিন পর পর আগেরটা শেকেলে, ক্ষ্যাত মনে হয়। তেমনিভাবে সালামের পরিবর্তে অন্যকিছুতে স্মার্টনেস খুজি।

এদিক সেদিক যতই করি মূল কিন্তু মূলই থাকে। 

সালাম জন্মসুত্রেই স্মার্ট সম্মোধন। সালাম আপনার পরিচয়কে সংকীর্ণ করেনা, ক্ষ্যাত করেনা, চিন্তাধারাকে আনস্ট্যাবল করেনা। বরং শান্তি ছড়ায়, অহংকার মুক্ত করে। চিরসবুজ এক সম্মোধন, অভিবাদন, শুভেচ্ছা, সংলাপ, দোয়া। সালাম!!

সালাম ১৪০০ বছর আগে আমার নবীর ﷺ শেখানো সেরা সম্ভাষণ।