নবী মোর পরশ মনি -সিরাজুল ইসলাম - ইসলামী তথ্যকোষ

শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

নবী মোর পরশ মনি -সিরাজুল ইসলাম


সম্পূর্ণ লিরিক্সঃ

নবী মোর পরশ মনি

নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি
নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।।

নবী মোর নুরে খোদা
তার তরে সকল পয়দা
আদমের কলবেতে তারই নুরের রৌশনী।।

ঐ নামে সুর ধরিয়া
পাখী যায় গান করিয়া
ঐ নামে আকুল হইয়া ফুল ফোতে সোনার বরণী।।

চাঁদ সুরুয গ্রহ তারা
তারই নউরের ইশারা
নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী।।

নিদানে আখেরাতে
ত্বরাইতে পুল সিরাতে
কান্ডারী হইয়া নবী পার করিবেন সেই তরণী।।


-সিরাজুল ইসলাম-



একটু সংশোধনী 
লেখাটি কাজী নজরুল ইসলামের নয়। এক অপরিচিত লেখক সিরাজুল ইসলামের

কোন মন্তব্য নেই: