কোন কোন ব্যক্তিকে কদমবুচি করা যাবে? - ইসলামী তথ্যকোষ

রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

demo-image

কোন কোন ব্যক্তিকে কদমবুচি করা যাবে?

kadambuchir-upokar


 কাকে কাকে কদমবুচি তথা পদচুম্বন করা বৈধ এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনাঃ  

  • মা (মায়ের পায়ে চুম্বন করা জান্নাতের চৌকাঠে চুম্বন করা)
  • বাবা
  • শিক্ষক মন্ডলী
  • পীর-মাশায়েখ
  • বুজুর্গানে দ্বীন 

এর প্রতি সম্মান প্রদর্শনার্থে হাত বুচি ও
কদমবুচি নি:সন্দেহে একটি বৈধ ও সুন্নাতী আমল। যা নতুন প্রজন্মের একটি উত্তম আদর্শও বটে। এতে শ্রদ্ধা, সম্প্রীতি, স্নেহ, মমতা ও ভালবাসা বৃদ্ধি পায়।

আর প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন

“তোমরা ততক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারবেনা, যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হও আর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেনা; যতক্ষণ পর্যন্ত একে অপরেকে ভাল না বাসো।”

বড় বা গুনীজনদের ক্ষেত্রে ভালবাসার বহিঃপ্রকাশ হল ইসলাম প্রদর্শিত পন্থায় শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে। আর ছোটদের প্রতি ভালবাসা প্রকাশ পায় স্নেহ বিনিময়ের মাধ্যমে। সুতরাং একে অপরকে ভালবাসা ঈমানের দাবী ও ঈমানদারের পরিচায়ক আল্লাহ পাক আমাদেরকে তাঁর রাসূলের শেখানো আদর্শ পুরোপুরিভাবে অনুসরণ করার তৌফিক দান করুন।

পড়ুনঃ হাদিসের আলোকে কদমবুচির দলীল