কাকে কাকে কদমবুচি তথা পদচুম্বন করা বৈধ এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনাঃ
- মা (মায়ের পায়ে চুম্বন করা জান্নাতের চৌকাঠে চুম্বন করা)
- বাবা
- শিক্ষক মন্ডলী
- পীর-মাশায়েখ
- বুজুর্গানে দ্বীন
এর প্রতি সম্মান প্রদর্শনার্থে হাত বুচি ও
কদমবুচি নি:সন্দেহে একটি বৈধ ও সুন্নাতী আমল। যা নতুন প্রজন্মের একটি উত্তম আদর্শও বটে। এতে শ্রদ্ধা, সম্প্রীতি, স্নেহ, মমতা ও ভালবাসা বৃদ্ধি পায়।
আর প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন
“তোমরা ততক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারবেনা, যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হও আর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেনা; যতক্ষণ পর্যন্ত একে অপরেকে ভাল না বাসো।”
পড়ুনঃ হাদিসের আলোকে কদমবুচির দলীল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন