
তাদের আবির্ভাব হবেঃ
১. “শেষ জামানায় মতানৈক্যের সময়।”
- বুখারী : আস্ সহীহ, কিতাবুল মানাকিব, বাবু আলামাতি নবুয়তি ফীল ইসলাম, ৩/১৩২১, হাদিস : ৩৪১৪।
- মুসলিম: আস্ সহীহ, কিতাবু যাকাত, বাবুত তাহরিদ্বী আলা কতলিল খাওয়ারিজ, ২/৭৪৪, হাদিস ১০৬৪।
- সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৭৬৯।
২. "মক্কার পূর্বদিক (নজদ) থেকে।”
- বুখারী : আস্ সহীহ, কিতাবুল তাওহীদ, বাবুল কিরআতিল ফজরি ওয়াল মুনাফিক... ৬/২৭৪৮, হাদিস : ৭১২৩।
৩. "তারা সুন্দর সুন্দর কথা বলবে, যা শুনে মানুষ আকৃষ্ট হবে।”
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস ১০৬৬।
- তাবারানী : আল মুজামুল আওসাত, ৬/১৮৬, হাদিস : ৬১৪২।
৪. "তাদের কথা হবে চিনি/মুধর চেয়েও সুমিষ্ট কিন্তু তাদের অন্তর হিংস্র বাঘের অনুরূপ।"
হযরত আবু হুরায়রা (রাঃ) সূত্রে-
- তিরমিযী : আস-সুনান, কিতাবুয যুহুদ, (৩৭) ৩৬ ৪/৬০৪, হাদিস : ২৪০৪, ২৪০৫
- ইবনে আবু শায়বাহ : আল-মুসান্নাফ, ৭/২৩৫, হাদিস : ৩৫৬২৪ ৯
- বায়হাকী : অবুিল ঈমান, ৫/৩৬২, হাদিস : ৬৯৫৬৩
- তাবরানী : আল-মু'জামুল আওসাত, ৮/৩৭৯
- ইবনুল মুবারক : কিতাবুয যুহুদ, ১/১৭, হাদিস : ৫০
- দায়লমী : আল-ফেরদৌস বি মা’সুরিল খিতাব, ৫/৫১০, হাদিস : ৮৯১৯
- মুনযিরী আত-তারগীব ওয়াত তারহীব, ১/৩২, হাদিস : ৪১
- ইবনে হান্নাদ : কিতাবুয যুহুদ, ২/৪৩৭, হাদিস : ৮৬০
৫. "কাজ হবে ফেরাউনের কাজের সাদৃশ্যপূর্ণ।"
- ইবনে মাজাহ শরীফ
৬. "ইবাদত ও দ্বীনচর্চায় অতিশয় মাত্রাতিরিক্ত করবে।”
- আবু ইয়ালা : আল মুসনাদ, ১/৯০, হাদিস : ৯০।
- আবদুর রাযযাক : আল মুসান্নাফ,১০/১৫৫, ১৮৬৭৩।
৭. "ঘন ঘন মাথা ন্যাড়া করবে৷"
- সহীহ বোখারীঃ খন্ড-২ : পৃ- ৬২৪।
৮. "দাঁড়ি ঘন করে রাখবে। পায়জামা দৃষ্টিকটুভাবে উঁচু করে পরবে।”
- বুখারী : আস্ সহীহ, ৪/১৫৮১, হাদিস : ৪০৯৪।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪২, হাদিস ১০৬৪।
৯. "তারা হবে অল্প বয়স্ক যুবক। বিবেক-বুদ্ধিতে অপরিপক্ক। তারা হবে চরম বাকপটু ও কট্টরপন্থী।"
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
- আহমদ ইবনে হাম্বল : আল মুসনাদ, ৫/৩৬, ৪৪।
- হাকেম : আল মুসতাদরাক, হাদিস : ২৬৪৫।
- ইবনে আবী আসেম : আস সুন্নাহ, ২/৪৫৬, হাদিস : ৯৩৭|
- আবদুল্লাহ ইবনে আহমদ : আস সুন্নাহ, ২/৬৩৭, হাদিস : ১৫১৯
- বায়হাকী : আল সুনানুল কুবরা, ৮/১৮৭।
১০. "কুরআন ও হাদীস থেকে নিজেদের বক্তব্য উপস্থাপন করবে।"
- সহীহ আল বুখারী, হাদীস নং-৩৪১৫
১১. “তাদের সম্মুখে তােমাদের নামাজ, রোজা, কুরআন তেলাওয়াতকে তুচ্ছ মনে করবে।”
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস ১০৬৬।
১২. “তাদের ধারণা সম্পূর্ণ কুরআন তাদেরই পক্ষে অথচ বাস্তবে তাদের বিপক্ষে।”
- মুসলিম : আস্ সহীহ, কিতাবুয যাকাত, বাবু তাহরিদ্বী আলা কতলিল খাওয়ারিজ, ২/৭৪৮, হাদিস : ১০৬৬।
১৩. “কুরআনের দিকে দাওয়াত দিবে অথচ কুরআনের বিন্দু পরিমাণ (জ্ঞান-আদর্শ) তাদের থাকবে না৷"
- আবূ দাউদ : আস সুনান, কিতাবুস সুন্নাহ, বাবু ফী কতলিল খাওয়ারিজ, ৪/২৪৩, হাদিস : ৪৭৬৫।
১৪. "ঈমানের কথা বলবে অথচ ঈমানের লেশ মাত্র থাকবে না।"
- সহীহ আল বুখারী, হাদীস নং-৩৪১৫
১৫. "তাদের ঈমান, মুখ নিঃসৃত সত্যের বাণী, সালাত, কুরআন তেলাওয়াত (এসব) তাদের গলদেশের নিচে (ক্বলবে) পৌঁছাবে না।”
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
- আহমদ ইবনে হাম্বল : আল মুসনাদ, ৫/৩৬, ৪৪।
- হাকেম : আল মুসতাদরাক, হাদিস : ২৬৪৫।
- ইবনে আবী আসেম : আস সুন্নাহ, ২/৪৫৬, হাদিস : ৯৩৭|
- আবদুল্লাহ ইবনে আহমদ : আস সুন্নাহ, ২/৬৩৭, হাদিস : ১৫১৯
- বায়হাকী : আল সুনানুল কুবরা, ৮/১৮৭।
১৬. “তারা দ্বীন থেকে এমনভাবে বহিষ্কৃত হবে যেমন তীর ধনুক/শিকার থেকে বেরিয়ে যায়।"
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯, হাদিস : ৬৫৩১।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬।
১৭. "সমগ্র সৃষ্টিজগতের মাঝে সর্বনিকৃষ্ট লােক।”
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৫০, হাদিস : ১০৬৭।
১৮. "জাহান্নামের কুকুর।"
- তিরমিযী : আস্ সুনান, কিতাবু তাফসীরিল কুরআন, বাবু মিন সুরাতি আলে ইমরান, ৫/২২৬, হাদিস ৩০০০।
১৯. “এদের সর্বশেষ দাজ্জালের সাথে মিলিত হবে।”
- নাসায়ী : আস্ সুনান, কিতাবু তাহরীমি দম, বাবু মান শাহারা সাইফাহু সুম্মা... ৭/১১৯, হাদিস : ৪১০৩।
২০. “কাফেরদের উদ্দেশ্যে নাযিল হওয়া আয়াতগুলােকে, মুসলমানদের উপর চাপিয়ে দেবে।”
- বুখারী : আস্ সহীহ, ৬/২৫৩৯।
২১. “তারা মুসলমানদের মুশরিক বলে হত্যা করবে আর মুর্তিপূজারকদের ছেড়ে দেবে।”
হযরত ইবনে উমর (রাঃ) সূত্রে-
খারেজীদের লক্ষণসমূহের সামগ্রিক প্রতিচ্ছবিঃ
===============
17. আবূ দাউদ : আস্ সুনান, কিতাবুস সুন্নাহ, বাবু ফী কতলিল খাওয়ারিজ, ৪/২৪৩, হাদিস : ৪৭৬৫।
21 . মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬;
22. হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) সূত্রে।
[হাকেম : আল মুসতাদরাকঃ ২/১৬৬, হাদিস : ২৬৫৭।]
- তাফসীরে ইবনে কাসীর, সুরা- আ’রাফ, আয়াত নং- ১৭৫।
- বুখারী : আস্ সহীহ, কিতাবুত তাওহীদ, বাবু কাওলিল্লাহি তাআলা: তুয়াররিজুল মালায়িকাতি, ৬/২৭০২, হাদিস : ৬৯৯৫।
- মুসলিম : আস্ সহীহ, ২/৭৪১, হাদিস ১০৬৪।
- সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৭৬৬
খারেজীদের লক্ষণসমূহের সামগ্রিক প্রতিচ্ছবিঃ
===============
17. আবূ দাউদ : আস্ সুনান, কিতাবুস সুন্নাহ, বাবু ফী কতলিল খাওয়ারিজ, ৪/২৪৩, হাদিস : ৪৭৬৫।
21 . মুসলিম : আস্ সহীহ, ২/৭৪৬, হাদিস : ১০৬৬;
22. হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) সূত্রে।
[হাকেম : আল মুসতাদরাকঃ ২/১৬৬, হাদিস : ২৬৫৭।]
সংকলনেঃ মাসুম বিল্লাহ সানী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন